গৌরবময় অনশ্চিয়তার খেলা ক্রিকেট। অতি সম্প্রতি অস্ট্রেলিয়া-ভারত সিরিজে, টিম ইন্ডিয়া আপ্ত বাক্যটা মনে করিয়ে দিয়েছে আরো একবার। তাইতো দ্বিতীয় ম্যাচে উইন্ডিজকে খাটো করে দেখার সুযোগ কই? সঙ্গে হোম অব ক্রিকেটের ২২ গজের জমিন চিরাচরিত মন্থর গতির দেখতে নারাজ শাহরিয়ার নাফীস।
খর্ব শক্তির উইন্ডিজের বিপরীতে টাইগার নির্বাচকরা সুযোগ পাচ্ছেন পরীক্ষা-নিরীক্ষার। তবে যেহেতু মঞ্চটা ২০২৩ বিশ্বকাপের বৈতরণী পেরুনোর তাই ঝুকি নেয়ার প্রশ্ন আসে না।
ঘরোয়া টুর্নামেন্ট যতটা উজ্জ্বল নাজমুল শান্ত ততটাই ধূষর জাতীয় দলের জার্সিতে। ছয় ওয়ানডেতে ৫৬ রানের পরও এ ব্যাটসম্যানকে সুযোগ দেয়ার পক্ষে শাহরিয়ান নাফীস।
প্রথম ওয়ানডেতে বোলিংটা ঠিকঠাক না হলেও রুবেলের অভিজ্ঞতার চড়া মূল্য বলছেন এ ব্যাটসম্যান।