মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিবা রাত্রির ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে এগারোটায়।
সুপার সাকিবের সুপার কামব্যাক। ব্যাটটা এখন কথা শুনলেই হয়। সেজন্যই হয়তো এতটা আত্মনিবেদন। সবাইকে চমকে দিয়ে ঐচ্ছ্বিক অনুশীলনে বিশ্বসেরা অল রাউন্ডার।
অনুশীলনে সবচেয়ে ধারাবাহিক মুশফিক নিশ্চয়ই খুশি। বিশ্রামের দিনেও নেট ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিয়েছেন সাকিব-তামিম। তবে ছিলেন না মাহমুদউল্লাহ।
তাসকিন ছাড়া পেসাররা নিয়েছেন বিশ্রাম। ব্যাটাররা সিরিয়াস হবেন নাইবা কেনো? প্রথম ওয়ানডের যা কিছু ভুল, আক্ষেপ সব ওদের নিয়েই।
পেসাররা আছেন ঠিক পথে। তবু নির্ভার নন গুরু ওটিস গিবসন। অবাক হননি হাসান মাহমুদের অসাধারণ অভিষেকেও।
অস্ত্রভান্ডারে সিমাবদ্ধতা। আগের সেই ধার নেই। এমন আরো অনেক সমালোচনার পরও পেস অ্যাটাকে টাইগারদের তুরুপের তাস মোস্তাফিজ। সুইং করাচ্ছেন। চোখে পড়ছে ব্যাকলিফটে উন্নতি। রহস্য উন্মোচন পেস বোলিং কোচের।
ক্যারিবিয়দের মনের খবর বুঝবে কে। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচের আগেরদিনও শুয়ে বসে কাটিয়েছেন হোটেলে। অথচ নিয়মিত অনুশীলন অব্যাহত টেস্ট দলটার। তারপরও টাইগারদের ছাড় দিতে নারাজ উইন্ডিজ।
নিউজিল্যান্ডকে টানা ছয় ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ। দলগত এই রেকর্ডটা ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা এই ম্যাচেই।