ঠিক ৩১৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরলো বাংলাদেশে। কিন্তু সবকিছুই অচেনা। শূণ্য মিরপুরের হোম অব ক্রিকেট। দর্শকহীন গ্যালারি। গোমরামুখ আকাশের। সকালেই নেমেছে আধার। তাই জ্বলে উঠেছিলো ফ্লাডলাইট।
টস করতে দুই অধিনায়ক হাজির। কিন্তু তাদের সাক্ষাৎকার নিতে কেউ নেই। নিজের কথা নিজেকেই বলতে হলো। দূর থেকে করোনা পরবর্তী সিরিজে স্বাগত জানান সাবেক অধিনায়ক রকিবুল হাসান। আর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর প্রথম আন্তর্জাতিক সিরিজের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি। সেটাও প্রেসিডেন্ট বক্সের সামনে থেকে।
এরপরই উদ্বোধনের দায়িত্বটা সামলাতে হয়েছে দুই অধিনায়ক তামিম ইকবাল ও জেসন মোহাম্মদকে। আকাশে উড়ছে বেলুন। নেপথ্যে দেশাত্ববোধক সঙ্গীত। করোনাকালে জোড়ালো হওয়া বর্ণবাদ বিরোধী আন্দোলনে ওয়েস্ট ইন্ডিজের ডাকে সাড়া দিয়েছিলো বাংলাদেশ। ব্ল্যাক লাইভস ম্যাটারে দু দল একাত্বতা পোষণ করে।
ডেব্যুটেন্ট হাসান মাহমুদকে ক্যাপ উপহার দিয়ে মাঠের পথে বাংলাদেশ দল। গায়ে সুবর্ণজয়ন্তীর নতুন জার্সি। ক্রিকেটারদের হাসিমুখই বলে দিচ্ছে সব বাধা পেরিয়ে মাঠে নামার তৃপ্তি কোনো কিছুর সাথেই তুলনীয় নয়।