মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে মোস্তাফিজের তোপে ২৪ রানে দুই ওপেনার সুনিল অ্যামব্রিস ও জশুয়া ডি সিলভাকে হারায় ক্যারিবিয়রা। এরপর শুরু সাকিবের জাদু। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরের মাঠে শততম ওয়ানডে খেলতে নেমে নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন আন্দ্রে ম্যাকার্থিকে। বাংলাদেশ অলরাউন্ডারের স্পিন ফাঁদে পড়ে সফরকারি অধিনায়ক জেসন মোহাম্মদ ও এনক্রুমাহ বোনার ফিরলে ৫৬ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম স্পেলে তিন উইকেট নিয়ে সাকিব পূর্ণ করেন হোম ম্যাচে দেড়শো উইকেটের ল্যান্ডমার্ক। হোম ভেন্যুতে ৫ম সর্বোচ্চ উইকেট শিকারী এখন বিশ্বসেরা অলরাউন্ডার।
৬ষ্ঠ উইকেটে ৫৯ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন কাইল মেয়ার্স ও রভম্যান পাওয়েল। পরপর দুই বলে পাওয়েল ও রেয়মন্ড রেইফারকে তুলে নিয়ে হ্যাটট্রিক সম্ভাবনা জাগিয়ে তোলেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। সেটা না হলেও ঠিকই অভিষেককে স্মরণীয় করেছেন তিন উইকেট নিয়ে। ৩২ ওভার দুই বলে শেষ ক্যারিবীয় ইনিংস। সাকিব নিয়েছেন চার উইকেট।