প্রতিপক্ষ হিসেবে অ্যাস্টন ভিলা মানেই যেনো ম্যান সিটির গোল উৎসব। শেষ ১০ দেখায় ভিলার জালে ৩৩ গোল করেছে সিটিজেনরা। ইতিহাদে অ্যাস্টন ভিলার শেষ জয় এক যুগেরও বেশি সময় আগে। এ ম্যাচেও অনিশ্চিত আইমেরিক লাপোর্তে ও সার্জিও আগুয়েরো। শঙ্কা আছে ডি ব্রুইনাকে নিয়েও।
ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে সুযোগ লেস্টারকে টপকে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। দুর্দান্ত ফর্মে রেড ডেভিলরা। লিগে গেলো ১১ ম্যাচে ধরে অপরাজিত সোলশায়ের শিষ্যরা। বাজে সময় কাটানো ফুলহ্যামের বিপক্ষে হ্যারি ম্যাগুয়ের ও ব্রুনো ফার্নান্দেজকে বিশ্রাম দিতে পারেন ম্যান ইউ বস।