কিং পাওয়ার স্টেডিয়ামে মাত্র ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় লেস্টার সিটি। ডি বক্সের বাইরে থেকে অসাধারণ ভলিতে স্কোর করেন উইলফ্রেড এনডিডি। বিরতির আগে ব্যবধান বাড়ান জেমস ম্যাডিসন। আলব্রাইটনের পাস থেকে বল জালে জড়ান এ ইংলিশ ফরোয়ার্ড।
এ নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন জেমস ম্যাডিসন। মাঝে চেলসি পেনাল্টি পেলেও, ভিএআর প্রযুক্তির সহায়তায় বাতিল হয়। এ হারে পয়েন্ট টেবিলের আটে ল্যাম্পার্ড শিষ্যরা।