বায়ো বাবলে বাংলাদেশের প্রথম সিরিজ তাই সর্বোচ্চ সতর্কতায় বিসিবি। প্রথমবার দর্শকবিহীন গ্যালারিতে খেলতে নামবে বাংলাদেশ। কুয়াশা আর শিশিরের কারনে ডে নাইট ম্যাচের সময়টাও অন্য সময়ের চেয়ে আলাদা। মিরপুরের ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
চেনা মাঠ, চেনা কন্ডিশন। প্রতিপক্ষও শক্তিমত্তার বিচারে পিছিয়ে। তবুও সর্বোচ্চ সতর্কতায় টিম বাংলাদেশ। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে চেনা উইকেটও পরখ করে নিলেন তামিম ইকবাল। ১০ মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অনেকটাই নতুনভাবে শুরু করার মতো।
দলকে এর আগেও নেতৃত্ব দিয়েছেন তামিম। তবে এবার ভারপ্রাপ্তের ভার ঝেড়ে পূর্ণাঙ্গ দায়িত্বে। আগের তিক্ত অভিজ্ঞতা ভুলতে চান, সেই সাথে মাশরাফীর গড়ে দেয়া দলটিকে আরো সামনের দিকে নিয়ে যাবার চ্যালেঞ্জও থাকছে।
দল ও অধিনায়কের সাথে আরো একজন স্পটলাইটে। সাকিব আল হাসান। দেশের জার্সিতে শেষ খেলছেন ২০১৯এর সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে। শেষ ওয়ানডে তারও ২ মাস আগে। ঘরোয়া টুর্ণামেন্টে প্রত্যাবর্তন তো হয়েছে, এবার তা স্মরণীয় করার লক্ষ্য। চ্যালেঞ্জ আরো থাকছে। এই হোম সিরিজ ওয়ানডে সুপার লিগের অংশ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০২২ এ থাকতে হবে শীর্ষ আটে। তাই প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ টাইগার অধিনায়কের।
ম্যাচের আগের দিন অনুশীলন বাতিল করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটাররা যেনো নির্ভার হয়ে খেলতে পারে সেই কৌশলই নিয়েছেন উইন্ডিজ কোচ। বিকেএসপির ভিন্নধর্মী অনুশীলন ম্যাচ দিয়ে প্রস্তুতি সেরে নিয়েছে ক্যারিবিয়রা।
ক্যারিবিয়দের দলটিকে দ্বিতীয় সারির বলা হলেও বোলিং ইউনিটকে শক্তিশালী মানছেন তামিম। সেই সাথে কোভিড সতর্কতাও আছে। সবমিলিয়ে সিরিজটি কঠিন তবে শুরুটা ভালো করতে চান টাইগার অধিনায়ক।
স্পিনে দুর্বল হলেও উইন্ডিজের বিপক্ষে একাদশে তিন পেসার রাখার পক্ষে টিম ম্যানেজমেন্ট। অভিষেক হতে পারে শরিফুল ইসলাম কিংবা হাসান মাহমুদের।