পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি নিয়ে হোম ম্যাচে নামার অপেক্ষায় লেস্টার। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে সাবেক চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ব্যবধান ২ পয়েন্ট। চেলসিকে হারাতে পারলে সবার ওপরে চলে যাবে ফক্সরা।
ইনজুরির কারণে খেলা নিয়ে শঙ্কায় জেমি ভার্ডি। একই কারণে ব্লু জার্সিতে মাঠে নামা হচ্ছে না এনগোলো কান্তের। তবে ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় আন্দ্রিয়াস ক্রিসটেনসেন। ১৮ ম্যাচ খেলে টেবিলের সাতে চেলসি।