করোনার মাঝেও ব্যস্ত দেশের ফুটবল। পরিকল্পনা আন্তর্জাতিক ব্যস্ততার জন্য। কিন্তু তা চূড়ান্ত করা যাচ্ছে না বিশ্বকাপ বাছাইয়ের বাকী তিন ম্যাচের ভেন্যু চূড়ান্ত না হওয়ায়। ওমানের প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ।
তবে ফিফা-এএফসির সিদ্ধান্তের উপর হাত নেই বাফুফের। সেই সম্ভাবনাই সত্যি হবার গুঞ্জন, গ্রুপের বাকী তিন দেশ ভারত, আফগানিস্তান আর কাতারের রাজি হবার খবরে। তাহলে বাংলাদেশ কি করবে?
হেড কোচ জেমি ডে আর সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস ঢাকায়। কোয়ারেন্টিনে তাদের অখন্ড অবসর। কিন্তু থেমে নেই পরিকল্পনা, নতুন বছরের প্রথম মিশন বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে কাজ করছে ফেডারেশন। আর্থিক নিশ্চয়তা মিললেই দলগুলোকে জানানো হবে আমন্ত্রন।
বিশ্বকাপ বাছাই ম্যাচ যেখানেই হোক ঢাকাতে হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ।