অপ্রতিরোধ্য শিরিন আক্তার। এক যুগ হতে চললো জাতীয় অ্যাথলেটিক্সে তার শ্রেষ্ঠত্ব। অংশগ্রহন মানেই যেন সাফল্য। সেই আত্মবিশ্বাস থেকেই কিনা ৪ গুণিতক ৪০০ মিটার রিলে শেষ করার আগেই উদযাপন। দ্রুততম মানবীর সঙ্গে স্বর্ণ জিতেছেন আরো তিন ইভেন্টে।
শিরিনকে চ্যালেঞ্জ জানাতে নতুন কেউ আর কেন উঠে আসছেনা? শিরিনের মত জহির রায়হানও এবারের ৪৪তম জাতীয় অ্যাথলেটিক্সের আলোচিত তারকা। ২০০, ৪০০ মিটার স্প্রিন্টসহ ৪ ইভেন্টে অংশ নিয়ে সবকটিতে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর এই অ্যাথলেট।
তবে দেশের সাফল্যে তুষ্ট না হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে চান তিনি। নৌবাহিনীর আধিপত্যে শেষ হলো আরও একটি জাতীয় অ্যাথলেটিক্স। যেখানে সার্ভিসেস দলটি জিতেছে ২১টি স্বর্ণ। দু নম্বরে সেনাবাহিনী।
তবে পুরো আয়োজনে দু:স্বপ্ন হয়ে ছিলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের জোড়াতালি দেয়া ট্র্যাক। ফিনিশিং লাইন অতিক্রম করে লুটিয়ে পড়তে দেখা গেছে অ্যাথলেটদের। খোদ অলিম্পিক অ্যাসোসিয়েশনই বলছে, এমন ট্র্যাকে খেলা বিপদজনক।
বছরের পর বছর একই অভিযোগ কিন্তু কোনো সমাধান নেই। অ্যাথলেটরাও তাই হতাশায় নিমজ্জিত।