হাসান মাহমুদ আর শেখ মেহেদীর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিজ্ঞতা থাকলেও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর আজন্ম স্বপ্নটা এবার সত্যি হবার পথে শরিফুলের। তবে একটা জায়গায় দারুণ মিল তিনজনের। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় সবাই।
অলরাউন্ডার শেখ মেহেদীর টি টোয়েন্টি অভিষেক ২০১৮ তে শ্রীলঙ্কার বিপক্ষে। পরের বছর বিপিএলে অলরাউন্ড পারফর্মেন্সে আবারো নজরে আসেন। তবে ওয়ানডে স্কোয়াডে এই প্রথম। সেরা একাদশে সুযোগ পেলে ব্যাটে-বলে ঝলক দেখাতে চান অফ স্পিনিং অলরাউন্ডার।
ইমার্জিং দল ও এইচপিতে লম্বা সময় ধরে ছিলেন হাসান মাহমুদ। প্রতিভাবান এ পেসারের গতি, লাইন-লেন্থ আর স্মার্ট বোলিংয়ে মুগ্ধ নির্বাচকরা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকলেও অভিষেক হয়েছিলো একই সিরিজের টি টোয়েন্টিতে।
মূল দল আর চূড়ান্ত স্কোয়াড সবজায়গায় প্রথম শরিফুল ইসলাম। যুব বিশ্বকাপ জয়ের উৎসব করার সুযোগ না মিললেও এবার বড় স্বপ্ন পূরণের পালা। তাই আনন্দ বাধনহারা। যুব দলের কীর্তি জাতীয় দলে পুনর্মঞ্চায়নের আভা চোখে-মুখে।
তিন তরুণের আগমন আশা দিচ্ছে শূন্যতায় পড়বে না দেশের ক্রিকেট। সত্যিই কি? তা প্রমানের মঞ্চ হয়ে অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ।