দুই উইকেটে ৬২ রান নিয়ে দিন শুরু করে ভারত। তবে নিজেদের ইনিংস বেশি লম্বা করতে পারেননি চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। পূজারা ২৫ আর রাহানে আউট হোন ৩৭ রানে। মায়াঙ্ক আগারওয়াল করেন ৩৮ রান। তবে সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন ভারতের দুই টেল এন্ডার ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর। দুজন গড়েন ১২৩ রানের জুটি। দুজনই প্রথশ ফিফটি পূরণ করেন। কামিন্সের শিকার হয়ে ৬৭ রানে ফেরেন শার্দুল। আর অভিষিক্ত সুন্দর আউট হন ৬২ রানে। ৫ উইকেট নেন জশ হ্যাজেলউড।
এ ম্যাচ ড্র করলেই বর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের দখলে রাখবে ভারত।