মুজিব শতবর্ষের আয়োজন বর্ধিত হয়েছে ২০২১ সাল জুড়ে। সঙ্গে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী। সবমিলে উৎসবমুখর বছর শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনে।
সেই ক্ষণকে রাঙ্গিয়ে তুলতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বিশেষ ডিজাইনের জার্সি পড়ে নামবে বাংলাদেশ।
বছরজুড়ে আরো পরিকল্পনা ছিলো ক্রিকেট বোর্ডের। কিন্তু করোনায় তা বাধাপ্রাপ্ত হলেও এখনো কিছু বাস্তবায়নের চিন্তা আছে বিসিবির।
আয়োজনের মত মাঠের পারফরম্যান্সেও নতুন বছরে ভাল শুরুর প্রত্যাশা ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের। হোম সিরিজ বলেই সহ অধিনায়কত্ব কাউকে দেয়া হয়নি মত তার।
নির্বাচকদের ভিশন ২০২৩-এ আস্থা রাখছেন বোর্ড কর্তারা।