লিভারপুলকে নিয়ে প্রিমিয়ার লিগে ২০০তম ম্যাচে নামার অপেক্ষায় য়্যুর্গেন ক্লপ। প্রতিপক্ষটা ম্যানচেস্টার ইউনাইটেড।
এমন পরিস্থিতিতে দুই ইংলিশ জায়ান্ট মুখোমুখি হতে যাচ্ছে, যখন ধাপে ধাপে সাফল্য পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে রেড ডেভিলস। দুইয়ে ছিল অলরেডস, সেটিও এখন লেস্টারের দখলে। সমান ১৭ ম্যাচে ম্যান ইউ'র চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে টেবিলের তিনে চ্যাম্পিয়নরা।
শোলশায়ার শিষ্যদের আরও এগিয়ে যাওয়া, না-কি চলতি মৌসুমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ধারাবাহিকতায় ম্যান ইউকে লিভারপুলের ছুঁয়ে ফেলা! উত্তেজনা নিয়ে অপেক্ষায় অ্যানফিল্ড।