ক্র্যাভেন কটেজে প্রথমার্ধের শেষ মিনিটে অ্যন্টোনি রবিনসন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফুলহ্যাম। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন ম্যাসন মাউন্ট। শেষ ৭ ম্যাচে মাত্র ২ জয় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড শীষ্যদের।
টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে মাউরিসিও পচেত্তিনো শীষ্যরা। করোনা আক্রান্ত হওয়ায় অঁজে ম্যাচে ডাগ আউটে ছিলেন না আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান। ৭০ মিনিটে একমাত্র গোলটি করেন লেইভিন কুরজাওয়া। লিঁও'র চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে টেবিল টপার পিএসজি।