সেই এক এপ্রিল শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। তবে করোনা মাঝে কেড়ে নিয়েছে একটি বছর।
নভেম্বরে সিদ্ধান্ত হয়েছিলো সীমিত পরিসরে ফেব্রুয়ারিতে হবে গেমস। শনিবার অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় সেটিও দু মাস পিছিয়ে গেলো।
জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে কুর্মিটোলা গলফ ক্লাবের বৈঠক বাংলাদেশ গেমস ছাড়াও এশিয়ান ও ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহনেরও বিষয়ে। ১০ দিনের বাংলাদেশ গেমস ঢাকা ছাড়াও হবে বিভাগীয় শহরে। ক্রীড়াবিদ-কর্মকর্তাদের সংখ্যা সীমাবদ্ধ রাখা হচ্ছে সাড়ে ৮ হাজারে।
আগামী ব্ছর চীনের হ্যাংঝুতে এশিয়ান গেমসে ১৭ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। গত আসর থেকে বাদ পড়েছে তিনটি, যুক্ত হয়েছে ছয়টি। ক্রিকেট, জিমন্যাস্টিক্স, তায়কোয়ান্দো ও রোলার স্কেটিংয়ে গতবার অংশ না নিলেও ২০২২ আসরে থাকছে বাংলাদেশ। এসএ গেমসে সাফল্যের ধারাবাহিকতায় কারাতে এবং ফেন্সিংয়েও অংশ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বাদ পড়েছে রোয়িং, কুস্তি ও বিচ ভলিবল।
আগামী বছর সেপ্টেম্বরে পদক পুনরুদ্ধারের চ্যালেঞ্জ লাল-সবুজ অ্যাথলেটদের। ২০১৪ তে ইনচিয়নে এক রৌপ্য, দুই ব্রোঞ্জ পেলেও ১৮-তে জাকার্তা-পালেমবাংয়ে পদকশূন্য ছিল বাংলাদেশ।
এদিকে, এ বছর তুরস্কের ইসলামিক সলিডারিটি গেমসে ১৩ ডিসিপ্লিনে লড়বে লাল-সবুজ। ফুটবল, আর্চ্যারি, কারাতে, ভারত্তোলনসহ ১৩ ডিসিপ্লিনে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়েছে, বিওএ'র সভায়। ১০ সেপ্টেম্বর কনিয়ায় শুরু হবে সলিডারিটি গেমসের পঞ্চম আসর।