সূচী অনুযায়ী প্রস্তুতি ম্যাচ খেলার কথা সোমবার। তার আগেই ম্যাচের আদলে প্রস্তুতি সেরে নিলো ওয়েস্ট ইন্ডিজ দল। মিরপুরের একাডেমি মাঠে সীমাবদ্ধ ক্যারিবিয় দলের অনুশীলন। ব্যাটসম্যানরা উপমহাদেশের উইকেটে ধাতস্থ হবার চেষ্টায়। আর আলজারি জোসেফ, কাইল মেয়ার্সরা স্লো উইকেটে খুঁজছেন সঠিক লেন্থ। হেড কোচ ফিল সিমন্স পেসারদের শর্ট বল করার নির্দেশনা দিয়েছেন। টাইগার ব্যাটসম্যানদের ঘায়েল করার অস্ত্র কি তবে এটাই?
ওয়ানডে স্কোয়াডের দুই সদস্য করোনা পজেটিভ হওয়ায় সফরকারীদের শক্তি আরো কমেছে। অভিষেকের অপেক্ষায় ৩জন। কাইল মেয়ার্স অন্যদের চাইতে এগিয়ে। এ সিমিং অলরাউন্ডার প্রথম ওয়ানডেতে সুযোগ পাচ্ছেন, ইঙ্গিত ক্যারিবিয় টিম ম্যানেজমেন্টের।
অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মেয়ার্স বলেন, আমার মতো তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় সুযোগ। পাশাপাশি চ্যালেঞ্জও। ভালো পারফর্ম করেত পারলে পরবর্তী সিরিজেও নজরে থাকা যাবে। বাংলাদেশের কন্ডিশন পেসারদের জন্য সহজ না। তবে আমি ব্যাট হাতে দলকে ভালো কিছু উপহার দিতে পারি।
বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা না থাকলেও, বাংলাদেশিদের বিপক্ষে আছে। সিপিএলে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে খুব কাছ থেকে দেখেছেন। ওয়েস্ট ইন্ডিজের জন্য এ দুই ক্রিকেটারকেই বড় হুমকি হিসেবে দেখছেন কাইল মেয়ার্স।
কাইল মেয়ার্স বলেন, সাকিব আল হাসান সবচেয়ে বড় হুমকি আমাদের জন্য। সিপিএলে ওর বিপক্ষে খেলছে আমি। জানি কতটা ভয়ংকর হয়ে ওঠতে পারে। তামিম ইকবালের কথাও বলতে হয়। ও একজন বিশ্বমানের ক্রিকেটার।
এদিন সকালে ওয়ানডে স্কোয়াডের ম্যাচ প্রস্তুতির পর দুপুরে অনুশীলন করেছে টেস্ট ক্রিকেটাররা।