ব্রিসবেনে টস জিতে ব্যাট করতে নেমে ব্যার্থ অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি। ১৭ রানে ডেভিড ওয়ার্নার আর মার্কাস হ্যারিসের উইকেট হারিয়ে চাপে পড়ে অজি শিবির। তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথকে সাথে নিয়ে ৭০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন মার্নাস লাবুশেন। স্মিথ ৩৬ রানে ফিরলেও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন লাবুশেন। ১০৮ রানে অভিষিক্ত নটরঞ্জনের শিকার এ ব্যাটসম্যান। মাঝে ৪৫ রানের ইনিংস ম্যাথিউ ওয়েডের উইলো থেকে।
টিম পেইন ৩৮ আর ২৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করবেন ক্যামেরন গ্রিন।