ইতিহাদে কখনো জিততে না পারা এক দলের বিপক্ষে নামবে ম্যানচেস্টার সিটি। শুধু তাই নয়, ব্রা্ইটনকে প্রতিপক্ষ হিসেবে পেলে যেনো গোল উৎসবে মাতে গার্দিওলার দল। শেষ ৬ ম্যাচে ব্রাইটনের জালে ২০ বার বল পাঠিয়েছে সিটিজেন যোদ্ধারা। তবে লিগে খুব একটা ভালো অবস্থানে নেই ম্যান সিটি। ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে। যদিও টেবিল টপার নগর প্রতিদ্বন্দীদের থেকে ২ ম্যাচ কম খেলেছে তারা।
সার্জিও আগুয়েরো এখনো আইসোলেশনে। তবে ফিরছেন গোলরক্ষক এডারসন।