সুপার কাপের লড়াইয়ে নামবে বার্সেলোনাও। দু:সময় পেছনে ফেলে জয়ের ধারায় কাতালুনিয়ার ক্লাবটি। মেসিও যেনো ফিরছেন চেনা রূপে। যদিও গ্রানাদার বিপক্ষে ম্যাচের পর অসুস্থ বোধ করছিলেন এলএমটেন।
তবে ম্যাচ খেলা নিয়ে কোন সংশয় নেই বলে নিশ্চিত করেছেন বার্সা বস। পরিসংখ্যানেও এগিয়ে ব্লগ্রানারা। সোসিয়েদাদের বিপক্ষে শেষ ১০ দেখায় একবারও হারেনি বার্সেলোনা। লংলে ও আরাউহো প্রথম একাদশে ফিরছেন। তবে কুতিনিয়ো ও আনসু ফাতিকে নিয়ে ঝুঁকি নিতে চান না রোনাল্ড কোম্যান।