টার্ফ মুরে স্বাগতিকদের কোন সুযোগই দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। র্যাশফোর্ড-মার্শিয়ালদের একের পর এক আক্রমণে কোণঠাসা বার্নলি। শুরুতে এগিয়ে যেতে পাতো ম্যান ইউ। তবে হ্যারি ম্যাগুয়েরের হেড জালে জড়ালেও ফাউলের অভিযোগে বাতিল হয়।
৩ ম্যাচ নিষেধাজ্ঞা থেকে ফেরা এডিনসন কাভানি সহজ সুযোগ মিস করেন। তবে রেড ডেভিলদের ৩ পয়েন্ট এনে দেন পল পগবা। অসাধারণ এক ভলিতে স্কোর করেন এ ফ্রেঞ্চ মিডফিল্ডার। লিগে পগবার এটি দ্বিতীয় গোল। এ জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যান ইউ।