ম্যাচের তখন ৫৯ মিনিট। ২-০ গোলে পিছিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের ত্রাতা হয়ে এলেন অভিজ্ঞ কাভানি। গ্রিন উডের বদলি হিসেবে পিএসজির সর্বোচ্চ গোলদাতাকে বেছে নিলেন কোচ ওলে গুনার শোলশার। তার পাসে জাল খুজে নেয় ব্রুনো ফার্নান্দেজ।
১৫ মিনিট পর নিজেই গোল করলেন। ডি বক্সের ভেতর বল পেয়ে রেড ডেভিলদের সমতায় ফেরান কাভানি।
রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ইনজুরি সময়ে ম্যান ইউকে জয়ের স্বাদ দিলেন এই উরুগুয়ান। মার্কাস রাশফোর্ডের ক্রস থেকে ডাইভিং হেডে জাল খুজে নিলেন এই স্ট্রাইকার। সাউদাম্পটনকে এগিয়ে দিয়েছিলেন ইয়ান বেডনারেক ও প্রাউজে।
ইংলিশ লিগ ইতিহাসে টানা চার ম্যাচ প্রতিপক্ষের মাঠে পিছিয়ে থেকে জয়ের দেখা পাওয়া একমাত্র দল ম্যান ইউ।