মিরপুরে কাল দুপুর দেড়টায় মুখোমুখি হবে শনিবারের দুই ম্যাচে জয় পাওয়া দুই দল। টানা দুই জয়ে দারুণ ফর্মে চট্টগ্রাম। জয়ের ধারায় থাকার চ্যালেঞ্জ বরিশালের। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মুখোমুখি হবে মাহমুদউল্লাহ-সাকিবের খুলনা। আসরে প্রথম জয়ের অপেক্ষায় মুশফিকুর রহিমের দল।
অনুশীলন শেষে ব্যাটের সাথে বারবার নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টায় মাহমুদউল্লাহ। ৩ ম্যাচে ২৫ রান জেমকন খুলনা অধিনায়কের, আছে এক উইকেট। দলের আরেক তারকা সাকিব আল হাসানেরও উইকেট একটি, রান করেছেন ৩০।
নিজের আর সাকিবের জ্বলে উঠতে না পারার আক্ষেপ আছে মাহমুদউল্লাহ'র, আছে অপেক্ষাও। সোমবার আরেক হেভিওয়েট দল বেক্সিমকো ঢাকার বিপক্ষে তারা পারবেন তো দলের হাল ধরতে? জয়ে আসর শুরু করা দলটির তিন ম্যাচে এখন পর্যন্ত জয় ওই একটিই। মাহমুদউল্লাহ থাকলেও, রোববারের অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান।
পয়েন্ট টেবিলে সবার নিচে ঢাকা। দুই ম্যাচে এখনও জয়ের স্বাদ পাওয়া হয়নি মুশফিকুর রহিমের দলের। ম্যাচের আগের দিন ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন মিস্টার ডিপেন্ডেবল। রুবেল হোসেনের ভাবনায় টি টোয়েন্টির অ্যাডভান্টেজ।
প্রতিপক্ষকে পাত্তাই দিচ্ছে না গাজী গ্রুপ চট্টগ্রাম। ঢাকাকে ৮৮ আর খুলনাকে ৮৬ রানে অলআউট করে দুই ম্যাচই জিতেছে ৯ উইকেটে। যদিও সেখানে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও কৃতিত্ব দিয়েছেন তাইজুল ইসলাম।
বরিশালের অনুশীলনে ছিলেন না তামিম ইকবাল। শনিবার তার ৭৭ রানের অপরাজিত ইনিংসটিই রাজশাহীর বিপক্ষে দলের জয় সহজ করেছে। অধিনায়কের ব্যাটে রান বরিশালকে দিচ্ছে বাড়তি সাহস। নিজেদের স্বাভাবিক পারফরম্যান্সে জয়ের ধারায় থাকতে চান মেহেদী হাসান।
বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে ব্যাটসম্যানদের চেয়ে প্রাধান্য বোলারদের। বিশেষ করে পেসাররা। সেরা তিনে মোস্তাফিজ, শহীদুল আর কামরুল ইসলাম রাব্বির নাম, তারই প্রমান।