শনিবার বালকদের ১০০ মিটার স্প্রিন্টে ১১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন কুমিল্লার স্বপন চৌধুরী। বালিকাদের বিভাগে স্বর্ণ জিতেছেন কুড়িগ্রামের রেখা আক্তার। এছাড়া কিশোরদের ২০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন শেরপুরের নাঈম ইসলাম। কিশোরীদের বিভাগে স্বর্ণ জিতেছেন মানিকগঞ্জের সুমাইয়া দেওয়ান। ডিসকাস থ্রো-তে জাতীয় রেকর্ড গড়েছেন নোয়াখালীর বিবি হাজেরা। ২৮ দশমিক নয় ছয় মিটার দূরত্বে থ্রো করে ভেঙেছেন বিকেএসপির আয়েশা আক্তারের ২০০৭ সালের রেকর্ড।
আসরকে সফল দাবি করে জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্স আয়োজনের লক্ষ্য জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু।