মিরপুরে টস হেরে নিজের ও খুলনার ব্যর্থতা মোচনে ওপেনিংয়ে নেমেছিলেন সাকিব আল হাসান। তবে তাঁর ভুলেই দলীয় ৬ রানে রান আউটে কাটা পড়েন এনামুল হক বিজয়। ৩ রানে ফিরে নিজের ব্যর্থতার ধারা অব্যাহত রাখেন সাকিবও।
টুর্নামেন্টের তিন ম্যাচে সাকিবের রান ত্রিশ, মাহমুদউল্লাহর ২৫। নিয়মিত উইকেট হারিয়ে ১৭ ওভার পাঁচ বলে মাত্র ৮৬ রানে অলআউট হয় খুলনা। মাত্র ৫ রান দিয়ে চার উইকেট নেন মোস্তাফিজুর রহমান।
জবাবে লিটন দাস ও সৌম্য সরকার ৭৩ রানের জুটিতে চট্টগ্রামকে জয়ের পথে রাখেন। সৌম্য ২৬ রানে আউট হলেও লিটন অপরাজিত ছিলেন ৫৩ রানে। চট্টগ্রাম দুই ম্যাচের দুটিতেই জিতেছে।