অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৫৮ রান করেন আন্দ্রে ফ্লেচার ও ব্রেন্ডন কিং। তবে লকি ফার্গুসন ও টিম সাউদির পেইসে এক রানের মধ্যে ৫ উইকেট হারায় ক্যারিবীয়রা।
১১ তম ওভারে বৃষ্টি শুরু হলে ১৬ ওভারে নেমে আসে ম্যাচ। এরপর কায়রন পোলার্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৮০ তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ বলে অধিনায়কের স্কোর ৭৫ রান। লকি ফার্গুসন নিয়েছেন ৫ উইকেট। ডি এল মেথডে লক্ষ্য দাড়ায় ১৭৬। ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কিউইরা।অভিষিক্ত কনওয়ে করেন ৪১ রান। ৪৮ রানে জিমি নিশাম আর ৩১-এ অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার।