শুক্রবার নিয়মিত অনুশীলনের পাশাপাশি ম্যাচ কন্ডিশনে শিষ্যদের পরখ করেছে কোচিং স্টাফ। বিকেলে টিম হোটেলে হয়েছে সুইমিং সেশন। করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে নাবীব নেওয়াজ জীবন ও পর্যবেক্ষক ইমতিয়াজ হামিদ সবুজের।
দোহায় প্রথম ম্যাচে কাতার মিলিটারী দলের সঙ্গে বাংলাদেশের স্কোরিং প্রস্তুতিটা খারাপ হয়নি, তবে আক্ষেপ হয়ে আছে ৩-২ গোলে হার। আসল লড়াইয়ের আগে শেষবারের মতো নিজেদের যাচাইয়ের সুযোগ পাচ্ছেন ফুটবলাররা। শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অপেক্ষায় কাতারের দ্বিতীয় বিভাগের দল লুসাইল এসসি।
প্রস্তুতি ম্যাচের ভেন্যু আল আজিজিয়ায় শুক্রবার সকালে অনুশীলন করেছেন জামাল-সাদরা। নিয়মিত সেশনের পাশাপাশি এদিন ম্যাচ কন্ডিশনেরও ফুটবলারদের যাচাই করেছে কোচিং স্টাফ। শনিবারের ম্যাচে তারাই প্রাধান্য পাবেন, যাদের নিয়ে কাতার ম্যাচের জন্য টিম ম্যানেজমেন্ট ইতিবাচক। তবু, প্রথম প্রস্তুতি ম্যাচের মতো দ্বিতীয়টিতেও সর্বোচ্চ সংখ্যক ফুটবলারকে পরখ করা হবে।
অনুশীলনে ফুটবলারদের ফিনিশিংয়ে বেশি মনোযোগী ছিল কোচিং স্টাফ। কাজ হয়েছে পাসিং, ড্রিবলিং নিয়েও। বিকেলে টিম হোটেলে ছিল সুইমিং সেশন।
দলের জন্য সুখবর হয়ে এসেছে ফুটবলার নাবিব নেওয়াজ জীবন ও পর্যবেক্ষক ইমতিয়াজ হামিদ সবুজের করোনা পরীক্ষার ফল। দুজনই নেগেটিভ। শুক্রবার অনুশীলনও করেছেন জীবন।