মিরপুরে দুপুর দেড়টায় জেমকন খুলনার মুখোমুখি হবে নিজেদের প্রথম ম্যাচে ঢাকাকে ৯ উইকেটে হারানো গাজী গ্রুপ চট্টগ্রাম। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় ফরচুর বরিশালের মুখোমুখি হবে দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মিনিস্টার রাজশাহী।
বৃহস্পতিবার রাতে নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে নিয়ে রীতি মতো ছেলেখেলা করে পরদিন দুপুরে অনুশীলনে গাজী গ্রুপ চট্টগ্রাম।
এবার মিঠুনের দলের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ-সাকিবের জেমকন খুলনা। দক্ষিণাঞ্চলের দলটিও শুক্রবার অনুশীলন করেছে। তবে, ছিলেন না দুই আইকন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান।
আসরের শুরুটা ভালো হয়নি তারকা সমৃদ্ধ খুলনার। প্রথম ম্যাচে বরিশালকে হারাতে ঘাম ঝড়েছে, পরের ম্যাচে রাজশাহীর কাছে শোচনীয় হার। পয়েন্ট তালিকার তিনে থাকা দলটিকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে ব্যাটিং।
এক জয় টেবিলের দুইয়ে থাকা চট্টগ্রামেরও। কিন্তু ঢাকাকে বড় ব্যবধানে হারানোয় রান রেটে অনেক এগিয়ে বন্দরনগরীর দলটি। তবে শনিবার দুদলেরই জয়ের অভিন্ন লক্ষ্য,
দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে আসরে এখন পর্যন্ত সফলতম দল রাজশাহী। টানা খেলায় থাকা দলটি শুক্রবার আনুশীলন করেনি। টিম হোটেলে ছিল সুইমিং সেশন, কাজ হয়েছে শুধু ফিটনেস নিয়ে। জয়ের ধারায় থাকার যেমন চ্যালেঞ্জ থাকছে রাজশাহীর, প্রতিপক্ষ ফরচুন বরিশালও চায় আসরে প্রথম জয়ের দেখা পেতে। শনিবার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তামিম-তাসকিনরা।
বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপেও বোলারদের সফলতার একই চিত্র। অপেক্ষাটা ব্যাটসম্যানদের জ্বলে ওঠার আর বড় ইনিংস দেখার।