একবার বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছেন ১৯৮৬তে। বিশ্বকাপে ফুটবল ইশ্বরের গোল সংখ্যা ৮। ক্লাব জার্সিতে ৯ ট্রফি জিতেছেন তিনি। বিশ্বকাপে ম্যাচ খেলেছেন ২১টি। ফুটবল ক্যারিয়ারও সমান ২১ বছরের। আলবিসেলেস্তে জার্সিতে গোল ৩৪। আর নাপোলিকে ১১৫ বার আনন্দে ভাসিয়েছেন গোল করে।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৫২ ফাউলের শিকার হয়েছেন। ক্লাব ক্যারিয়ারে ৩১১ গোল করেছেন ফুটবল কিংবদন্তি।