কফিন মোড়ানো ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং তার ১০ নম্বর জার্সি দিয়ে। এর আগে দিনভর আর্জেন্টিনার প্রেসিডেন্ট প্যালেসমুখি ছিল হাজারো জনতার স্রোত। প্রেসিডেন্ট প্যালেস থেকে লম্বা এই লাইন পেরিয়ে যায় এক কিলোমিটারের বেশি পথ। এ সময় চোখের জলে শেষ শ্রদ্ধার পাশাপাশি প্রিয় মারাদোনোকে নিয়ে নানান স্লোগান দেন ভক্তরা। উত্তেজিত জনতাকে শৃঙ্খলায় আনতে লাঠিচার্জ করে, পুলিশ। যাতে ছোট-খাট বিচ্ছিন্ন সংঘর্ষও হয়। এ সময় কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।