মারাদোনার মৃত্যুতে আর্জেন্টিনায় চলছে তিনদিনের শোক। সরকারি ভবন কাসা রোসাদায় হবে শেষকৃত্য অনুষ্ঠান।
বুধবার (২৫ নভেম্বর) বুয়েন্স আইরেসের থেকে আসে পৃথীবি নাড়িয়ে দেয়া সেই খবর। শেষবারের মতো দুচোখ বুজেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিংবদন্তীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মারাদোনার বাড়ি মুখে নামে জনতার ঢল।
শুধুই কি বুয়েন্স আইরেস। প্রিয় ফুটবলারের বিদায়ে শোকের মাতম চলছে পুরো আর্জেন্টিনাজুড়ে। বিশ্বকাপজয়ী মহানায়কের প্রয়াণে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা।
বাতিল করা হয়েছে কোপা লিবার্তাদোরেসে বোকা জুনিয়র্স ও পোর্তো আলেগ্রিক মধ্যকার ম্যাচ।