বরুশিয়া ডর্টমুন্ড, ম্যান সিটি, বায়ার্ন মিউনিখের মতো জায়ান্টরাও জয় পেয়েছে। তবে আতালান্তার কাছে হেরে গেছে লিভারপুল। আর ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ।
মিলানে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ডি বক্সের ভেতর নাচোকে ফাউল করলে পেনাল্টি পায় মাদ্রিদের জায়ান্টরা। স্পট কিক থেকে ভুল করেননি এডেন হ্যাজার্ড। বিরতির আগে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন ইন্টার মিডফিল্ডার আরতুরো ভিদাল। ৫৯ মিনিটে হাকিমির আত্মঘাতি গোলে কপাল পোড়ে ইতালিয়ান জায়ান্টদের।