বুধবার আর্জেন্টিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। সম্প্রতি মস্তিস্কে রক্তক্ষরণজনিত সমস্যা হাসপাতালে ভর্তি হোন তিনি। সফল অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন সাবেক নাপোলি তারকা।
তার হাত ধরে ৮৬ বিশ্বকাপ জিতেছিলো আর্জেন্টিনা। পরের আসরেও তার নৈপূণ্যে বিশ্বকাপ ফাইনাল খেলেছিলো আলবিসেলেস্তেরা।
৯৪ বিশ্বকাপে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ৯৭ সালে নিজের ৩৭তম জন্মদিনে ক্যারিয়ারের ইতি টেনেছিলেন এই কিংবদন্তী ফুটবলার।
মারাদোনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। তার বাসভবনের সামনে ভীড় জমাচ্ছেন সমর্থকরা।