সাধারণ মানুষ স্লেজিং নিয়ে অনেক কথা বললেও বর্তমানে তা কমে এসেছে। আর এর পেছনে কাজ করছে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো। ড্রেসিংরুম শেয়ার করার কারণে ক্রিকেটারদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। যে কারণে জাতীয় দলের হয়ে স্লেজিংও কমেছে। স্টিভেন স্মিথ আরও বলেন "অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব নিয়ে আমি এই মূহুর্তে ভাবছিনা। আপাতত নিজের ব্যাটিং নিয়েই বেশি মনোযোগী"।
এদিকে, অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টেস্ট থেকে ছিটকে গেছেন ইশান্ত ও রোহিত শর্মা। ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় পাড়ি দেয়ার সম্ভাবনা থাকলেও কোয়ারেন্টিন ও ফিটনেস ফিরে পেতে আরও সময় লাগবে দুই ভারতীয় তারকার। যে কারণে সিরিজের প্রথম দুই টেস্টে ইশান্ত ও রোহিতের থাকার সম্ভাবনা নেই বলে ক্রিকইনফোকে জানিয়েছে বিসিসিআইয়ের একটি সুত্র।