বিসিবি আগেই জানিয়েছিলো বোর্ডের কোভিড প্রটোকল পর্যবেক্ষণ করতে আসবে ওয়েস্ট ইন্ডিজ প্রতিনিধি দল। তবে বায়ো সিকিউরিটি ছাড়াও ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে উইন্ডিজ। তাই ২ সদস্যের পর্যবেক্ষক দলে একজন মেডিকেল অফিসার ছাড়াও থাকবেন নিরাপত্তা বিশেষজ্ঞ। সফর এগিয়ে এ মাসেই আসবেন তারা বলে চ্যানেল ২৪ কে জানান বিসিবি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।
উদ্বোধনী মাচের রোমাঞ্চ আর সাকিব আল হাসানের প্রত্যাবর্তনে শুরুতেই জমে ওঠেছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ। তবে শূণ্য গ্যালারি অনেকটাই ফ্যাকাসে করে দিচ্ছে। যদিও করোনা পরিস্থিতির কথা চিন্তা করে কোন ঝুঁকি নিবে না বোর্ড। তবে দেশি ক্রিকেটারদের নিয়ে এ ধরনের টুর্ণামেন্ট নিয়মিত করতে চায় বিসিবি।
যত সময় যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যত কঠিন থেকে কঠিনতর হচ্ছে। বিসিবিও বাস্তবতা বুঝে ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে বলে জানান আকরাম খান।