জুভেন্টাসকে সমতায় ফেরান ক্রিস্তিয়ানো রোনালদো। ২০ গজ দূর থেকে অসাধারণ এক শটে স্কোর করেন পর্তুগিজ যুবরাজ।
৬২ মিনিটে পাওলো দিবালাকে বসিয়ে, তরুণ আলভারো মোরাতাকে নামান কোচ। সেটাই কাজে আসে। ম্যাচের ফলাফল যখন সবাই ড্র ধরে নিয়েছিল। তখনই যোগ করা সময়ে সেই মোরাতাই বোকা বানান গোলরক্ষককে। ইনজুরি টাইমে আলভারো মোরাতার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
শেষ মুহূর্তের গোলেই কপাল খুলল রোনালদোদের। ২-১ গোলের জয় নিয়ে শেষ ষোলোর টিকিট কাটলো আন্দ্রে পিরলো শিষ্যরা।