ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় পাড়ি দেয়ার সম্ভাবনা থাকলেও কোয়ারেন্টিন ও ফিটনেস ফিরে পেতে আরও সময় লাগবে দুই ভারতীয় তারকার। যে কারণে সিরিজের প্রথম দুই টেস্টে ইশান্ত ও রোহিতের থাকার সম্ভাবনা নেই বলে ক্রিকইনফোকে জানিয়েছে বিসিসিআইয়ের একটি সুত্র।
এদিকে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের কারণে ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক সম্পর্কন্নয়নের ফলে বর্তমানে মাঠে স্লেজিং কমে যাচ্ছে বলে দাবি করেছেন অজি তারকা স্টিভেন স্মিথ।