লক্ষ্য তাড়া করতে নেমে তাসকিন, সুমন, কামরুলদের বোলিং তোপে শুরুতে চাপে পড়ে খুলনা। ৪৯ রানে হারায় ৩ উইকেট। এক বছর পর ২২ গজে নামা সাকিবের উইলো থেকে আসে ১৫ রান। মাহমুদ উল্লাহ ফেরেন ১৭ করে। তবে জহুরুল ইসলাম ও শামীম পাটোয়ারীকে নিয়ে হাল ধরেন আরিফুল। জহুরুল ৩১ আর শামীম ২৬ রানে ফিরলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন আরিফুল। শেষ ওভারে ৪ ছয়ে ২৪ রান তোলেন এই অলরাউন্ডার।