মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে শুরুটা ভাল হয়নি রাজশাহীর। ৫ রান করে ব্যর্থ মোহাম্মদ আশরাফুল। তবে ষষ্ঠ উইকেটে ৮৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান। টুর্নামেন্টের প্রথম ফিফটি তুলে নেন মেহেদী হাসান। আউট হন ৫০ রানে। ৯ উইকেটে ১৬৯ রানে থামে রাজশাহী।
জবাবে ৫৫ রানে প্রথম তিন ব্যাটসম্যান হারিয়ে চাপে পড়ে ঢাকা। এরপর ৭১ রানের জুটি গড়েন মুশফিক-আকবর। ৩৪ রান করে আকবর ফিরলে ভাঙে জুটি। তবে ইনিংস সর্বোচ্চ ৪১ রান মুশফিকের। শেষ দিকে ঝড় তোলেন মোক্তার আলী করেন ১৬ বলে ২৭ রান। শেখ মেহেদীর শেষ ওভারে জয়ের জন্য ৯ রান তুলতে ব্যর্থ ঢাকা। থামে ৫ উইকেটে ১৬৭ রানে।