গেল আসরের রানার্স আপ পিএসজি এবার গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায়। তিন ম্যাচ খেলে দুই পরাজয়ে মাত্র তিন পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও লাইপজিগের পেছনে।
লাইপজিগের বিপক্ষে শেষ ম্যাচে হারের প্রতিশোধ আর টুর্নামেন্টে টিকে থাকার কঠিন সমীকরন নিয়ে নামছে থমাস টুখেলের দল। ইনজুরি থেকে নেইমারের ফেরাটা বড় আত্মবিশ্বাস ফরাসী চ্যাম্পিয়নদের। মাউরো ইকার্দিও সেরে ওঠায় আক্রমনে নি:সঙ্গতা কাটছে কিলিয়ান এমবাপ্পের।
৯৮ দিনের মধ্যে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে লাইপজিগ ও পিএসজি। এক এক জয়ে এখন পর্যন্ত হেড টু হেডে সমানে সমান দুদল। ইনজুরি বড় দুশ্চিন্তার নাম লাইপজিগ কোচ নাঙ্গলসম্যানের।
রোনা থেকে সেরে ক্রিস্টিয়ানো রোনালদো গোলমেশিন রুপেই ফিরেছেন। হাঙ্গেরির ফেরেন্সভারোসের মুখোমুখি হবার আগে যা বড় স্বস্তি জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলোর। জয়ে নকআউটের সম্ভাবনা অনেকটা উজ্জ্বল করবে ওল্ড লেডিরা।