মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক মুশফিকুর রহিম। দু ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন উড়ন্ত শুরু এনে দেন রাজশাহীকে। অধিনায়ক নাজমুল শান্ত ১৬ বলে ১৭ রানে আউট হন নাসুম আহমেদের শিকার হয়ে। রনি তালুকদার ব্যাটিংয়ে নেমে সফল হতে পারেননি। মোক্তার আলী তুলে নেন উইকেট। তবে ঝড় অব্যাহত রাখেন আনিসুল ইসলাম ইমন। তার সঙ্গী এখন মোহাম্মদ আশরাফুল।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ জেমকন খুলনা। এই ম্যাচ দিয়ে ৪০৯ দিন পর ম্যাচ খেলতে নামবেন সাকিব আল হাসান।