আয়োজনের আবহে মিরপুরের হোম অব ক্রিকেট। যেনো দীর্ঘ অপেক্ষার পর ক্রিকেট ফিরছে, অথচ মাত্র কয়দিন আগেও প্রেসিডেন্টস কাপ সরব করেছিল এই সবুজ প্রাঙ্গন। ক্রিকেটারদের প্রস্তুতি কিংবা সিরিয়াসনেস বিপিএল ছাড়া আর কোনো ঘরোয়া টুর্নামেন্টেই হয় না, বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ শুরুর আগে তাই নতুন উচ্চতায়।
আসরের একমাত্র অপূর্ণতা দর্শক প্রবেশাধিকার না থাকা। কিন্তু চ্যালেঞ্জটা টিভি পর্দায় কোটি মানুষকে দেখানোর। দেশসেরা ৮০ ক্রিকেটার ৫ দলে ভাগ হয়ে ২৫ দিনে ২৪ ম্যাচের উৎসবে মেতে ওঠার অপেক্ষায়।
ঢাকা-রাজশাহী উদ্বোধনী ম্যাচ। মজার ব্যপার, যে প্রেসিডেন্টস কাপ দিয়ে করোনাকালে ক্রিকেট ফিরেছিলো বাংলাদেশে, সেখানে একদলে ছিলেন মুশফিক, শান্ত। এখন তারাই প্রতিপক্ষ অধিনায়কের ভূমিকায়। একে অপরের শক্তি-দুর্বলতা নিয়ে কথা বলেছেন সংবাদ সম্মেলনে।
ক্লাব আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অধিনায়ক থাকলেও বিসিবি টুর্নামেন্টে কখনোই নেতৃত্বের আর্মব্যান্ড নিজের হাতে তুলে নেন না মুশফিক। মনের কোনে অভিমান জমে থাকলেও প্রকাশ্যে ভবিষ্যতের নেতায় চোখ।
তারকাহীন রাজশাহীর দুঃসংবাদ ইনজুরি আক্রান্ত সাইফুদ্দিন, প্রথম ম্যাচতো বটেই খেলতে পারবেন না প্রথম সপ্তাহ।
প্রথম দিন আরেক ম্যাচ বরিশাল-খুলনার। টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনের আগে দুই প্রতিপক্ষ অধিনায়ক তামিম-মাহমুদউল্লাহ এক ফ্রেমে ধরা পড়লেন। গুরুত্বের বিচারে এই ম্যাচ রোমাঞ্চ ছড়াচ্ছে আগে ভাগেই। একই ম্যাচে মাঠে সতীর্থ আর প্রতিপক্ষের ভূমিকায় মাহমুদউল্লাহ-সাকিব-তামিম।
কাগজে-কলমে টুর্নামেন্টের শক্তিশালী দল খুলনা। আর দল নিয়ে নিজের অসন্তুষ্টি ঢাকতে একটুও চেষ্টা করেননি বরিশাল অধিনায়ক। ভিন্নধর্মী চাপ দুই দলের সঙ্গী।
টুর্নামেন্টের পঞ্চম দল চট্টগ্রাম প্রথমবার নামবে বৃহস্পতিবার।