লিডস ইউনাইটেডের সাথে গোল শূন্য ড্র করেছে গানাররা। শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিলো লিডসের। তবে ম্যাচ জুড়ে ২৫ শটের একটিও জলের দেখা পায়নি।
শেষ চার ম্যাচের ৪টিতে গোল করতে ব্যর্থ গানাররা। উল্টো হেডবাট দিয়ে লাল কার্ড দেখেছেন আর্সেনাল ফেরোয়ার্ড নিকোলাস পেপে। মার্সেলো বিয়েলসার অধীনে ১০১ ম্যাচের ৪১টিতে ক্লিন শিট লিডস।