৬৪ হোম ম্যাচে অপরাজেয় থাকার নতুন রেকর্ড গড়লো লিভারপুল। আর তাতেই শীর্ষে থাকা টটেনহ্যামের সাথে এখন শুধুই গোল ব্যবধানে পিছিয়ে অল রেডরা।
ভার্জিল ফন ডাইক, আলেক্সান্ডার আরনোল্ড, জো গোমেজ, জর্ডান হ্যান্ডারসন, থিয়াগো আলকানতারা, মোহামেদ সালাহ। লিগ চ্যাম্পিয়নদের ইনজুরি আর অসুস্থতার তালিকাটা এতটাই দীর্ঘ যে একটা একাদশ সাজানো সম্ভব ছিলো য়্যুর্গেন ক্লপের। তবে লেস্টারের বিপক্ষে দারুন জয়ে আত্মবিশ্বাস ফিরেছে লিভারপুল শিবিরে।
এনফিল্ডে যার শুরুটা আত্মঘাতী গোলে। লিগে ষষ্ঠবারের মত নিজ জালে বল জড়ালেন লেস্টার ডিফেন্ডার জনি ইভান্স।
প্রথমার্ধে ব্যবধান দ্বিগুন করেন ফমরএওর তুঙ্গে থাকা দিয়োগো জোতা। লিভারপুলের একমাত্র ফুটবলার হিসেবে প্রথম চার হোম ম্যাচের সবকটায় জয়ের দেখা পেলেন পর্তুগীজ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে অবশ্য অনেকটা গুছিয়ে ওঠে লেস্টার। কিন্তু স্রোতের বিপরীতে ম্রাচ শেষে ৪ মিনিট আগে লিড আরো বাড়ান রবার্তো ফিরমিনো।
ব্রেন্ডন রজার্স দায়িত্ব নেয়ার পর একমাত্র প্রতিপক্ষ হিসেবে লিভারপুলের কাছে টানা তিন ম্যাচ হারলো ফক্সরা।