বাংলাদেশসহ পুরো বিশ্বে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ইতোমধ্যে ক্যারিবিয়দের স্বাস্থ্যবিধি ও সফরসূচী পাঠিয়েছে বিসিবি। তবে সরেজমিনে বিসিবির কোভিড প্রটোকল প্রস্তুতি দেখতে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ চলাকালীন সময়েই আসবে ক্যারিবিয় মেডিক্যাল টিম।
বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ সফলভাবে আয়োজন করে নিজেরা যেমন সন্তুষ্ট হতে চায় বোর্ড ঠিক তেমনি ক্যারিবিয় বোর্ডকেও আশ্বস্ত করতে চায়। বিপিএল না হলেও অনেকটা সেই আদলেই হচ্ছে এ টুর্ণামেন্ট। করোনার কারনে দর্শক প্রবেশের অনুমতি থাকছে না তবে টেলিভিশনের পর্দায় আসরটি প্রাণবন্ত করে তুলতে বিদেশি ধারাভাষ্যকার রাখছে বোর্ড। ইতোমধ্যে ঢাকায় চলে এসেছেন নাইল ও ব্রায়ান। টুর্ণামেন্টের আগে যোগ দেবেন আরো দুজন।
এদিকে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্রাইজমানি নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বিসিবি। সূত্র জানিয়েছে, উদ্বোধনী ম্যাচের দিন ঘোষণা করতে পারেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।