channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

কাতারে জিম সুবিধা পাচ্ছেন না ফুটবলাররা, প্রস্তুতি ম্যাচের প্রস্তাব ও নাকচ

কাতারে জিম সুবিধা পাচ্ছেন না ফুটবলাররা, প্রস্তুতি ম্যাচের প্রস্তাব ও নাকচ

স্কোয়াডের ফুটবলারসহ বহরের ৩৪ জনের মধ্যে কোভিড টেস্টে পজিটিভ হন আমের খান ও ফুয়াদ হাসান। স্থানীয় আবাসন সুবিধায় দলের সহকারী কোচ অসন্তুষ্ট হলেও পরিস্থিতি বিবেচনায় মেনে নেয়ার আহবান ফেডারেশনের।

কোচ জেমি ডে ও ফুটবলার মঞ্জুরুরের করোনায় এমনিতেই বিপর্যস্ত বাংলাদেশ। চার হাজার মাইল দূরের কাতার থেকেও এলো অস্বস্তির বার্তা।

কোভিড আক্রান্ত দলের ম্যানেজার আমের খান ও ফিজিও ফুয়াদ হাসান। ৩৪ জনের নমুনায় শুধু এই দুজনই পজিটিভ। তাদের সাথে শনিবার দ্বিতীয় দফায় পরীক্ষা হবে সবার। নেগেটিভ হলেই মাঠের অনুশীলনে ফিরতে পারবে দল।

কাতার সফরে দু:সময় আরও বাড়িয়েছে সেখানকার কঠোর স্বাস্থবিধি। কোয়ারেন্টিনের তিনদিন হোটেলের জিম ও সুইমিংয়ের পূর্ণাঙ্গ সুবিধার আশ্বাস থাকলেও, দুজন করোনা আক্রান্তের ঘটনায় তাও পাচ্ছেনা বাংলাদেশ।

সুখবর নেই কাতার ফেডারেশন থেকেও। ২৫ ও ২৮ নভেম্বর দেশটির প্রথম স্তরের দুটি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে, বাফুফে প্রস্তাব দিলেও চলতি লিগের কারণে তা ফিরিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। 

দুয়েক দিনের মধ্যে ঢাকায় হবে হেড কোচ জেমি ডের তৃতীয় দফা করোনা পরিক্ষা। করোনা মুক্ত হলেই কাতারের বিমান ধরবেন ইংলিশ কোচ।

 

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

স্পোর্টস 24 খবর