মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নাজমুলের দল। ৫ উইকেটের তিনটিই নেন সুমন খান। এরপর ইরফান শুক্কুরের সাথে ৭০ রানের জুটি গড়েন তৌহিদ হৃদয়। তৌহিদ আউট হোন ২৬ করে। ইরফান করেছেন ইনিংস সর্বোচ্চ ৭৫ রান।
নাঈম হাসান ও নাসুম আহমেদকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন সুমন। ২টি নিয়েছেন রুবেল হোসেন। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে ভাঙে মাহমুদউল্লাহ একাদশের ওপেনিং জুটি। ৪ করে ফেরেন মুমিনুল হক। দলের ৬৬ রানে ফিরে যান মাহমুদুল হাসান। তার অবদান আঠারো। পরে ইমরুল কায়েসকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন লিটন দাস। ৬৯ বলে ৬৮ করে ফিরেছেন লিটন। ইমরুলের সঙ্গী হন অধিনায়ক। ইমরুল ৫৩ এবং অধিনায়ক অপরাজিত ছিলেন ২৩ রানে। লিগ পর্বে দুই দেখায় মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে শতভাগ জয় ছিলো নাজমুলের দলের।