১৩৯ কাউন্সিলর ভোট দেবেন আগামী চার বছরের জন্য ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি বেছে নিতে। সবার আগ্রহের কেন্দ্রে সভাপতি পদ। যেখানে নির্বাচন করছেন কাজী সালাউদ্দিন, বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দিলেও আগের রাতে আবারও নিজের প্রার্থীতা নিশ্চিত করেন বাদল রায়। তার ইউটার্নে জমে উঠেছে এই পদ।
এবারের নির্বাচনে ২১ পদে মোট প্রার্থী ৪৭জন।