ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর অথচ করোনায় চ্যাম্পিয়ন্স লিগের সাদামাটা ড্র। নেই উয়েফা গালা নাইট, দলগুলোর কিংবা ফুটবলারদের উপস্থিতি। নিয়ম ভেঙ্গে নিওর পরিবর্তে ড্র সেরেমনি হলো জেনেভায়।
জুভেন্টাস আর বার্সেলোনা ভিন্ন দুই পটে থাকায় জল্পনাই সত্যি হলো। এই প্রথম গ্রুপ পর্বে মুখোমুখি হতে চলেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
জি গ্রুপে ৫বারের ইউরোপসেরা বার্সাকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। তূলনামূলক কঠিন গ্রুপ এইচে পাঁরি সাঁ জার্মেই ও ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের প্রতিপক্ষ লাইপজিগ ও ইস্তাম্বুল।
তবে আট গ্রুপের মধ্যে সবচেয়ে কঠিন গ্রুপ বি। ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গী যেখানে ইন্টার মিলান, বরুশিয়া মনশেনগ্লাডবাখ ও শাখতার।
আর চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে এ গ্রুপে লুইস সুয়ারেজের আতলেতিকো মাদ্রিদ। লিভারপুলের গ্রুপে আয়াক্স ও আতালান্তা।
ড্র অনুষ্ঠান আর বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার ঘোষণাও হয়েছে একই সাথে। সবাইকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা ফুটবলার, বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ের নেপথ্য কারিগার রবার্ট লেভানডভস্কি। । পোল্যান্ডের দুরন্ত গোলমেশিন ৪৭ ম্যাচে করেছেন ৫৫ গোল। শুধু চ্যাম্পিয়ন্স লিগেই ১৭ গোল।
অন্য ক্যাটাগরিতেও বায়ার্ন ফুটবলারদের জয়জয়কার। বর্ষসেরা গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, ডিফেন্ডার ইয়োজুয়া কিমিখ, ফরোয়ার্ড লেভানডভস্কি। শুধু বর্ষসেরা মিডফিল্ডারের ট্রফি উঠেছে ম্যানচেস্টার সিটির কেভিড ডি ব্রুইনার হাতে।
আনুষ্ঠানিকতার পর্ব শেষ। করোনা পরিস্থিতিতে নিয়ম ভেঙে সেপ্টেম্বরের পরিবর্তে, কিছুটা দেরিতে ২০ অক্টোবর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়্স লিগ এর গ্রুপ পর্ব। সাত মাসের লড়াই থামবে আগামী বছরের ২৯ মে। ফাইনালের ভেন্যু ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামে।