স্প্যানিশ লিগে রুদ্ররূপ অব্যাহত বার্সেলোনার। দু ম্যাচে প্রতিপক্ষের জালে ৭ গোল কাতালান জায়ান্টদের। মেসি-আনসু ফাতির অভিজ্ঞতা তারুন্যের মিশেল এদিনও আলো ছড়িয়েছে।
শুরুটা ফাতির দারুন ফিনিশিং টাচে। লিগের দু ম্যাচে তৃতীয় গোল এ ফরোয়ার্ডের। সঙ্গে বোয়ানের পর বার্সার দ্বিতীয় ফুটবলার হিসেবে ১৮ বছর না হলেই দশ গোলের দেখা পেয়েছেন এ স্প্যানিশ।
প্রথমার্ধ্ব শেষের তিন মিনিট আগে ক্লেমেন্ট ল্যাংলেটের দ্বিতীয় হলুদ কার্ড প্রাপ্তি ম্যাচের ভাগ্য নির্ধারণে সহায়ক হয়নি।
বিরতি থেকে ফিরে মেসির ক্রস থেকে লুকাস ওলাজার আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে।
ইনজুরি সময়ে সার্জি রবার্তোর ব্যবধান আরো বাড়ান। সঙ্গে সেল্টাভিগোর মাঠে ৫ ম্যাচ পর জয়ের দেখা পায় বার্সা।